কেন্দুয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে নিহত ১

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪
কোহিনূর আলম।।নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলায় পুকুরে মাছ ধরাকে কন্দ্র করে ভাতিজার আঘাতে চাচা মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানা যায় স্থানীয় ও পুলিশ সূত্রে ।শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামের কান্দাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে ।জানা যায়, বাড়ির সামনে থাকা যৌথ মালিকানা পুকুরে আবুল কালামের ভাতিজা লিটন (৫০) মাছ ধরতে গেলে তার চাচী জোছনা  আক্তারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা আবুল কালাম ও ভাতিজা লিটনের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে । এতে চাচা ও ভাতিজা দুজনই গুরুতর হোন ।পরে লিটন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিলেও চাচা আবুল কালাম বাড়িতেই মারা যান ।ঘটনার পরপরই কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান উক্ত এলাকা পরিদর্শন করেন এবং নিরাপত্তা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয় ।এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, লিটন নামে একজনকে আটক ও লাশ মর্গে প্রেরণ করা হয়েছে । তাছাড়া নিরাপত্তার স্বার্থে লিটনের স্ত্রী, বাচ্চা ও মাকে থানা হেফাজতে রাখা হয়েছে । তিনি আরো জানান,  এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি ।