ঝিনাইদহে ১ ব্যক্তির মরাদেহ উদ্ধার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪ মোঃ সোহাগ আলী।।ঝিনাইদহ সদর উপজেলার মহিষাভাগাড় থেকে খলিল মন্ডল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে নলডাঙ্গা ইউনিয়ন থেকে মধ্যবয়সী অজ্ঞাত এ ব্যক্তির মরাদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর থানা পুলিশ। সে পৌরসভাধীন ব্যপারিপাড়ার মোনতাজ মন্ডলের ছেলে।ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয় আশারত জেলের কাছ থেকে খবর পেয়ে উক্ত স্থান থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের শরীরে প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বলা যাবে না কিভাবে তার মৃত্যু হয়েছে।এ ঘটনাকে কেন্দ্র করে নানা জল্পনা কল্পনা চলছে স্থানীয়দের মাঝে SHARES সারা বাংলা বিষয়: