শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪ মোঃ আরিফুজ্জামান আরিফ।। সাতক্ষীরা শ্যামনগরে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, রমজাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী শহীদুজ্জামান শহীদ, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক ও আটূলিয়া বিএনপি’র সভাপতি আবুল কালাম মোড়ল কে জড়িয়ে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকায় , শ্যামনগরে বিএনপি নেতা শহীদুজ্জামান এর নেতৃত্বে গণ চাঁদাবাজি, দখলবাজি,অগ্নিসংযোগ করার অভিযোগ এনে যে সংবাদ প্রকাশ করা হয়েছে সাংবাদিক সম্মেলন করে উপজেলা বিএনপি তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকদের মাধ্যমে। শনিবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ লিখিত বক্তব্যে আরও বলেন, শ্যামনগর উপজেলার বারটি ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখার জন্য নিরলস পরিশ্রম করে যাওয়ায় ভিন্ন মতলম্বীরা বিএনপির প্রগতিশীল কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে বিএনপিকে ধ্বংস করার পায়তারা ও চক্রান্ত করছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, শ্যামনগর রমজাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার ঢালি, আটুলিয়া বিএনপি’র সভাপতি আবুল কালাম মোড়ল নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আশেক ই এলাহি মুন্না, যুব বিষয়ক সম্পাদক, জহরুল হক আপপু, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজিবর, সদর বিএনপি’র সাধারণ সম্পাদক খান আব্দুস সবুর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হক, হাফিজ আল হাসান কল্লোল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান আরিফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। SHARES সারা বাংলা বিষয়: