চাটখিল থানা থেকে লুট হওয়া অস্ত্র খাল থেকে উদ্ধার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
মোঃ হানিফ ।।  নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে।গতকাল  রোববার (০৮ ডিসেম্বর) বিকেলে চাটখিল পৌরসভার ৭নং ওয়ার্ডের দশানাী টগবা রণখোলা ব্রিজ সংলগ্ন খাল থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশ বিভিন্ন সোর্সের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করছে।অভিযানকালে পুলিশ চায়না রাইফেল/এসএমজি ৬১২ রাউন্ড সরকারী গুলি, ১টি খালি ম্যাগজিন এবং ১টি ওয়াকিটকি সেটের ব্যাটারী ও গুলি রাখার ১ সেট বক্স উদ্ধার করে। উদ্ধারকৃত এসব অস্ত্র দুষ্কৃতিকারীরা থানা থেকে লুট করেছিল। লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।