অভয়নগরে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির প্রশিক্ষণ ও উপকরণ সামগ্রী বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
অনিক দাস।।বাংলাদেশ  পরিসংখ্যান ব্যুরোর আওতায়   সারাদেশে ব্যাপী অভয়নগর উপজেলায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর  মূল শুমারির  প্রশিক্ষণ ও উপকরণ সামগ্রী  বিতরণ করা হয়েছে।অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন,নতুন বাংলাদেশ  বির্নিমাণে অংশ নিন ” এই  প্রতিপাদ্য  কে  সামনে নিয়ে  দেশ ও জনগনের কল্যাণে সেবা  করতে হবে।
গতকাল রবিবার সকালে  রাজঘাট জাফরপুর মাধ্যমিক  বালিকা বিদ্যালয়ের হল রুমে  অর্থনৈতিক শুমারি-২০২৪ এর  মূল শুমারির তথ্য সংগ্রহের জন্য সুপারভাইজার ও গণনাকারী গণের(৫-৮) ডিসেম্বর ২০২৪ পর্যন্ত  প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও উপকরণ সামগ্রী  ব্যাগ,ট্যাব,ম্যাপ,স্টিকার, মার্কার পেন,আইডি কার্ডবিতরণ করা হয়। শুমারির মাঠ পর্যায়ে কার্যত্রুম শুরু হবে (১০-২৬) ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।অর্থনৈতিক শুমারির ২০২৪ এর জেলা পরিসংখ্যান ব্যুরোর  সমন্বয়কারী  ঊর্ব্বশী গোস্বামী ও অভয়নগর উপজেলা পরিসংখ্যান ব্যুরোর সমন্বয়কারী মিলন কুমার ঘোষ  সমন্বয়ে শুমারির জোন -২ এর মাস্টার ট্রেইনার জনাব মোঃ মাহাবুব  হোসেন হাজরা ও আইসিটি সুপারভাইজার শেখ হূমায়ন কবির  প্রশিক্ষণ  কার্যত্রুম পরিচালনা করেন।
অর্থনৈতিক শুমারির জোন -২ এর  সুপারভাইজার  বাদশা ফয়সাল, ইমরান গাজী, তরুিকুল ইসলাম,মোঃ আরংগো জেব, মধু চন্দ্রিমা,ঐশ্বর্য রায় , লামিয়া আক্তার মিম এবং গণনাকারী ফারাহানা আক্তার, তোফায়েল হোসেন, রশ্মি খাতুন,আকাশ সহ  অন্যান্য দের প্রশিক্ষণ  প্রদান করা হয়।উল্লেখ্য , অর্থনৈতিক শুমারিতে ৪৮ জন গণনাকারী ও ১১ জন  সুপারভাইজার প্রশিক্ষণ  গ্রহণ করেন।