সুন্দরগঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪
মোঃ নুরুন্নবী মিয়া।।নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজির হোসেন।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোশাররফ হোসেন বুলু, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)’র প্রতিনিধি শফিকুল ইসলাম, জয়িতা সালমা বেগম, মনি বেগম, মর্জিনা বেগম, সাবানা বেগম, সালমা বেগম প্রমূখ।এসময় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে, একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।