মুন্সীগঞ্জে সরকারি খাল ও রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪
মো. মাসুম ।। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সরকারি খাল ও রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার সোনারং-টঙ্গিবাড়ী ইউনিয়নের পশ্চিম সোনারং এলাকায় সরকারি রাস্তা ও খালের অংশ দখল করে বহুতল ভবন নির্মাণ কাজ চলমান রেখেছে স্থানীয় প্রভাবশালী জসিম সর্দার নামের এক ব্যক্তি।স্থানীয় জনগনের মধ্যে প্রভাব বিস্তার করে তিনি সরকারি রাস্তা ও খাল দখল করে একটি ভবন নির্মাণের কাজ শুরু করেছেন বলে জানায় এলাকাবাসী। এ বিষয়ে জসিম সরদারের ছোট ভাই রবিন সরদার মুঠো ফোনে জানান, আমি দেশের বাহিরে ছিলাম, ভবন সরকারি জায়গায় পড়েছে কিনা জানিনা। তবে যদি সরকারি খাল বা রাস্তার উপর ভবন পরে থাকে এবং সরকার যদি চায় তবে ভবন ভেঙে দেয়া হবে।এ বিষয়ে মেহেদী হাসান ফয়সাল নামের এক ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে বলেন, এটা আমার চাচার বিল্ডিং। তারা বুঝতে না পেরে ভবন তুলে ফেলছে। ভবনের কিছু অংশ খালে ও রাস্তায় পড়েছে। যদি সরকার কখনও চায় তবে ভেঙে জায়গা ছেড়ে দিবে।স্থানীয় গিয়াসউদ্দিন ও সাইফুল ইসলাম নামের দুই ব্যক্তি বলেন, আমরা এলাকাবাসী তাকে একাধিকবার নিষেধ করেছি আমাদের গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি আপনি ছেড়ে ভবন নির্মাণ করুন। কিন্তু তারা এলাকাবাসীর কথা আমলে না নিয়ে জোরপূর্বক খাল ও জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে ভবনটি নির্মাণ করেন। পরবর্তীতে আমরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারি কমিশনার (ভূমি) এর বরাবর রাস্তাটি উন্মুক্ত করার জন্য গণ স্বাক্ষরিত লিখিত আবেদন করেছি। কিন্তু তারা এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমাদের এলাকাবাসীর দাবি বিল্ডিং ভেঙে রাস্তাটি উন্মুক্ত করা হোক। এবং সরকারি খালের জায়গা ছেড়ে দেয়া হোক। রাস্তাটি উন্মুক্ত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করছি।
সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মানিক মিয়া জানান, এ বিষয়ে অবগত হয়ে সরেজমিনে পরিদর্শন করে সরকারি জায়গা বাদ দিয়ে ভবন নির্মাণ করতে বলে আসছি। তারা আমাদের অগচরে জায়গা দখল করে ভবন নির্মাণের কাজ চলমান রাখলে আমরা জায়গা মেপে বুঝিয়ে লইবো। যদি তাদের ভবন সরকারি জায়গায় থাকে তাহলে দখলকৃত জায়গায় সাইনবোর্ড ও নোটিশ ঝুলিয়ে দিয়ে সরকারি জায়গা ছেড়ে দিতে বলে আসবো। যদি তারা ভেঙে না নেয় তাহলে আমরা দখলকৃত ভবনের অংশ উচ্ছেদ করবো।