মানবতার লঙ্ঘন নয় মানবতার জয় হোক’ গোপালগঞ্জে মানবাধিকার সংস্থা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪

শেখ ফরিদ আহমেদ।।আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাস্টিস ফর প্যালেস্টাইনস ও মানবতার লঙ্ঘন নয় মানবতার জয় হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় । এই উপলক্ষে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ গেট হতে একটি বর্ণাঢ্য রেলী শহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু সড়কের প্রেস ক্লাবের সামনে অবস্থান করে নেতৃ স্থানীয় ব্যাক্তি বর্গ দিবসটির তাৎপর্য তুলে ধরে ও বিভিন্ন দাবি পেশ করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য ফিলিস্তিনে মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি সহ উইগু, কাশ্মীর ভারত, মিয়ানমার ও বিশ্বের অন্যান্য সকল স্থানে মানবাধিকার লঙ্ঘনের জন্য ধিক্কার জানানো হয় । বিশ্বের সকল প্রান্তে শান্তি ও অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করতে বিশ্ববাসীকে আহ্বান জানান। সকল প্রকার হত্যা বন্ধের আহবান জানান হয় । আর কোন ফ্যাসিস্ট জন্ম না হোক আশা ব্যক্ত করেন ।এ অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন মাহামুদ আলী খন্দকার সহকারী অধ্যাপরাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন এর গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি এবং দুলালী হক মানব কল্যাণ কর্মকর্তা সমগ্র বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি । বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজিজুর রহমান শান্ত, মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ আবুল কালাম শিক্ষার্থী বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ প্রমূখ।