চাটখিলে সম্পত্তি জবরদখলের চেষ্টা প্রাণনাশের হুমকির অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪ মোঃ হানিফ ।। নোয়াখালী চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের নুরুজ্জামান মেম্বার বাড়ির মো. শাহজাহানের স্ত্রী পারভীন আক্তারের (৫৮) সম্পত্তি তার সৎ ছেলে মেয়ে জবর দখলের চেষ্টা করছে এতে তিনি বাঁধা দিতে গেলে তাকে প্রাণ নাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন। এ ব্যাপারে তিনি গত সোমবার চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগে জানা যায়, নোয়াপাড়া গ্রামের শাহজাহানের দ্বিতীয় স্ত্রী স্বামী ও তার দুই কন্যা সন্তানের সাথে ঢাকা বসবাস করে। এ সুযোগে শাহজাহানের প্রথম স্ত্রীর সন্তান শাহাজালাল রিপন (৩৮), আবু জাফর শিপন (৪৪), শাহনাজা পারভীন (৪৮) ও সাহানা আক্তার (৪২)। তার মালিকানাধীন সম্পত্তি জবরদখল করার চেষ্টা করছে। তিনি তার মালিকানাধীন সম্পত্তি বিক্রি করতে চাইলে তাহারা বিভিন্ন ভাবে ক্রেতাদের কে ভয় ভীতি দেখিয়ে বাঁধা সৃষ্টি করে। এদিকে পারভীন আক্তার তার মালিকানাধীন সম্পত্তি তার মেয়েদের কে দান করেন। নোয়াপাড়া গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে বিপ্লব (৪২) গং মেয়েদের সম্পত্তি জবর দখল করতে চায় বলে তিনি অভিযোগ করেন এবং মেয়েদের কে প্রাণ নাশের হুমকি দেয়।এ ব্যাপারে চাটখিল থানার এসআই মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক ভাবে বিবাদীদের নামীয় সাইনবোর্ড সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ নেওয়া হচ্ছে। SHARES সারা বাংলা বিষয়: