পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৫ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪ আব্দুল্লাহ্ আল মামুন।।পঞ্চগড়ের তেতুঁলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের শিবচন্ডি সীমান্তের মেইন পিলার ৭৪০ এর ৩ নম্বর সাব পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছে নগদ ১৪ হাজার ৭০৭ টাকা, ৪০৫ ভারতীয় রুপি, একটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন, এক ভরি স্বর্ণালংকার, সাত ভরি রুপার অলংকার ও দুইটি হাত ঘড়ি জব্দ করা হয় আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার ধন্দুগাঁও এলাকার মনিরাম চন্দ্র বর্মণ (৫১), তার স্ত্রী হিরা রানী বর্মণ (৩৫), ছেলে রিপন চন্দ্র বর্মণ (২১), মেয়ে পাপড়ি রানী বর্মণ (১৩) ও মনিরামের ভাতিজা নিমাই চন্দ্র বর্মণ (২৩)।নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা বলেন, ‘‘দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের সময় আমদের টহল দল তাদের আটক করে। এ ঘটনায় তেতুঁলিয়া থানায় বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। SHARES সারা বাংলা বিষয়: