বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা কমিটি ঘোষণা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪ কামাল হোসেন।।সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তারের অংশ হিসেবে এবার গাজীপুর জেলায় ৩০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।১৩ ডিসেম্বর (শুক্রবার) রাত ১০ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে গাজীপুর জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য তাঁরা এই কমিটি অনুমোদন করেছেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার এই কমিটিতে ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুহিমকে আহ্বায়ক করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মহসিন উদ্দীনকে সদস্যসচিব ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের রবিউল হাসানকে মুখ্য সংগঠক এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী বশির আহম্মেদ অপুকে মুখপাত্র করা হয়েছে। কমিটিতে ১৫ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৬ জনকে যুগ্ম সদস্যসচিব, ১৫ জনকে সংগঠক ও ২৫১ জনকে সদস্য করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: