খুবজীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কে হত্যার চেষ্টায় সম্মেলন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪
এস এম পারভেজ তালুকদার ।। শুক্রবার, গুরুদাসপুর উপজেলার ৩ নং খুবজীপুর ইউনিয়ন পরিষদের  সংবাদ সম্মেলন করেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মুন্নাফ আলী (৫৫) বছর পিতা মৃত ফরমান আলী, সাং চরপিপলা, গত ৪ ডিসেম্বর  বিকেল ৪ ঘটিকার সময়  নিজ বাড়ি থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে  চাঁচকৈড় বাজারের উদ্দেশ্যে  ছেলেকে টাকাদেবার জন্য বাড়ি থেকে অটো চালিত গাড়িতে  বেড় হয়,  চাঁচকৈড় বাজার রসুন হাট ব্রিজ ৪ টার সময় আসামাত্রই  সুপরিকল্পিত তথ্যের ভিত্তিতে  বিবাদী সাহাপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে, মোঃ সজল হোসেন, (৩২) বছর জি আই পাইপ  দিয়ে চলে এলোপাথাড়ি ভাবে মাথায় আঘাত শুরু করে  ইউপি সদস্য  মোঃ মুন্নাফ আলী  কিছু বুঝে ওঠার আগেই  ডজলের সঙ্গে থাকা অজ্ঞাত নামা  ব্যক্তিরা  মোঃ মুন্নাফ আলীর কোটের পকেটে থাকা  ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয়, এবং  হাতে থাকা স্মার্ট  মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এমন সময় তার স্ত্রী মোসাম্মৎ আনজুয়ারা বেগম  বাধা দিতে আসলে  তাকেও  মাথার চুল ধরে টেনে হিঁচড়ে ফেলে দেয়  এবং  তার গলায় থাকা ৮ আনি স্বর্ণের চেন  ও ডান হাতে থাকা একটি রুলিবালা সজোরে টান দিয়ে হিজড়ে খুলে নিয়ে যায়  আনজুয়ারা বেগমের ডাক চিৎকার  ঘটনাস্থলে  ছুটে আসেন তার নিজ এলাকার  কয়েকজন মানুষ  তার চাঁচকৈড় বাজারে বাজার করে বাড়ি ফিরছিল। এমন সময় সজল ও তার সঙ্গে থাকা সন্ত্রাসীরা  মানুষ দেখে অতি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়,  এদি মুন্নাফ আলী  মাটিতে লুটিয়ে পড়েন, তাৎক্ষণিক তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  চিকিৎসার জন্য  নিয়ে যান তার স্ত্রী ও এগিয়ে আসা জনগণ  মুন্নাফ আলীর অবস্থা অবনতি দেখে চিকিৎসক তাৎক্ষণিক  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার  করেন,গত  ৬ /১২/২৪ ইং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের  চিকিৎসকরা  তার হাতের অপারেশন করতে হবে বলে জানান,  মোঃ মুন্নাফ আলী  কে সেখান থেকে রাজশাহী লক্ষ্মীপুর  জেনারেল হসপিটালে  তার হাতের ৩ টা অপারেশন সম্পূর্ণ হয়।  এবং তার স্ত্রী  মোছাঃ আনজুয়ারা মাথায় আঘাত পাওয়ার জন্য   সে অসুস্থ হয়ে পড়ে নিজ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেয়, গত ১২/১২/২৪ ইং গুরুদাসপুর থান অফিসার ইনচার্জ  বরাবর  একটা  হত্যা ও টাকা পয়সা  লুটপাটের অভিযোগ করেন, গুরুদাসপুর থানা অফিসার  ইনচার্জ (ওসি)  মোঃ গোলাম সারওয়ার, অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন  অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । এ সময় উপস্থিত খুবজীপুর ইউনিয়ন পরিষদের ইউপির সদস্যগণ ও ভুক্তভোগী পরিবারের সদস্য  এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।