ভালুকায় জুট ব্যবসা নিয়ন্ত্রনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মাঝে সংঘর্ষ, ভাংচুর, মার্কেটসহ, ১৩টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ, আহত-২৫

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪
হাবিব জিহাদী।।ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় স্থানীয় রাইদা কালেকশন কারখানার জুট ব্যবসা নিয়ন্ত্রনকে কেন্দ্র করে শনিবার বিকালে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়েছে। এ ঘটনায় একটি মার্কেটে অগ্নিসংযোগসহ আগুন দিয়ে পুঁড়িয়ে দেওয়া হয়েছে ১৩টি মোটরসাইকেল। স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার জামিরদিয়া মায়ের মসজিদ এলাকায় লাবীব গ্রুপের প্রতিষ্ঠান রাইদা কালেকশন এর জুট ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে যুবলীগ নেতা সাইফুল ইসলাম সরকার। সম্প্রতি ওই কারখানায় জমিদাতাগনের পক্ষ থেকে কারখানার জুট ব্যবসার কার্যাদেশ প্রদানের জন্য দাবী করে আসছেন এবং যুবলীগ নেতা সাইফুল ইসলামকে কারখানা থেকে মাল বের করতে বাধা প্রদান করে আসছেন। কারখানা কর্তৃপক্ষ ওয়েষ্টিজের মালামাল বের করার জন্য যুবলীগ নেতা সাইফুল ইসলামকে ওয়ার্ক অর্ডার প্রদান করলে, সে শনিবার দুপুর থেকে কারখানার ওয়েষ্টিজের (জুট) মালামাল বের করার প্রস্তুতির সংবাদে স্থানীয় জমিদাতাগণের পরিবারের লোকজন যুবদল নেতা শামীম আহাম্মেদের নেতৃত্বে বাধা প্রদানের জন্য মিল গেইটের আশপাশে অবস্থান নেয়। এ সময় যুবলীগ নেতা সাইফুল ইসলাম সরকারের পক্ষে হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউল রহমান জিয়া ও সহ সভাপতি মজিবর রহমান মন্ডলের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী অতর্কিত ভাবে তাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। এতে ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মজিবর মন্ডল (৫০) জুয়েল ঢালী (৩২), মোবারক (৩০), জুনায়েদ (২৮), রফিকুল (৩০), আনোয়ার (৩০), শাহিন আলম (৪৫), ফারুক (২৮)সহ অন্তত ২৫ জন আহত হয়েছে। এ সময় বাধা প্রদানকারী স্থানীয় জমিদাতাগন পালিয়ে গেলেও, যুবলীগ নেতার পক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা প্রতিপক্ষের একটি মার্কেটে আগুণ ধরিয়ে দেয় এবং আগুন দিয়ে ১৩টি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। ঘটনার সংবাদ পেয়ে মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। আহত রফিকুল ইসলাম জানান, দু’পক্ষের সংঘর্ষের সময় প্রত্যক্ষদর্শী হিসেবে দাঁড়িয়ে ছিলাম এসময় মজিবর, আলামিন ও অন্যরা এসে আমার উপর হামলা চালায়।  হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, সাইফুলের নামে ওয়ার্ক অর্ডার থাকা মালামাল বের করার সময় শামিম ও তার লোকজন এসে বাঁধা দেয় এবং আমাদের উপর হামলা করে। এসময় আমাদের ১০/১৫জন আহত হয়েছে। স্থানীয় জমিদাতা রাসেল জানান, আমরা আমাদের যৌক্তিকদাবী আদায়ের জন্য যেুবলীগ নেতা সাইফুলের সাথে কথা বলার জন্য মিলের সামনে আসতেই সাইফুল ইসলাম সরকারের পক্ষে হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউল রহমান জিয়া ও সহ সভাপতি মজিবর মন্ডলের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী অর্তকিত ভাবে আমাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। তিনি জানান, এ ঘটনায় সে বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির এসময় সন্ত্রাসীরা আশে পাশে থাকা দোকানপাটে হামলা চালায় ও ১৩ টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মহা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পরেন সাধারণ যাত্রীরা। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামসুল হুদা খান জানান, এ ঘটনায় পুড়িয়ে দেওয়া মোটর সাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।