কোম্পানীগঞ্জ উপজেলায় ১৪ (ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনূষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪
মোহাম্মদ শেখফরিদ ।।  (১৪ই ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার প্রত্যয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়, এবং শনিবার সকালে দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, কৃষি অফিসার মো: বেলাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. মাঈন উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা তরুন তপন চক্রবর্তী প্রমূখ।