গোপালগঞ্জে মহা আড়ম্বরে বিজয় দিবস পালিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪ শেখ ফরিদ আহমেদ ।। গোপালগঞ্জ জেলায় মহা আড়ম্বরপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দিন ব্যাপী সমগ্র জেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি ভাবগাম্ভীর্যের ও উৎসাহ উদ্দীপনার সহিত পালিত হয় ।তন্মধ্যে উল্লেখযোগ্য সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন।৩১ বার তোপধ্বনির মাধ্যমে শেখ কামাল ক্রিকেট ষ্টেডিয়ামে ও তার সম্মুখস্ত স্বাধীনতা বিজয় বেদীতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করেন জেলা প্রশাসক মু. কামরুজ্জামান। বিজয় দিবস উপলক্ষে শহরের পৌর পার্কে বিজয় মেলার আয়োজন করা হয়েছে, যেখানে চারু,কারু ও স্থানীয় ভাবে উৎপাদিত শিল্প পন্যের আয়োজন রয়েছে।জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ মন্দির গির্জা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা ও জেলার সকল হাসপাতাল কারাগার বৃদ্ধাশ্রম এতিমখানা ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্রে শিশু পরিবার ও ভবঘুরের প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশন ।ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী বিকেলে প্রীতি ফুটবল ও প্রীতি ক্রিকেট অনুষ্ঠান শেখ মনির স্টেডিয়াম ও শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে সকাল ৭:০০ টা হতে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি বঙ্গবন্ধু কলেজের দিনব্যাপী ফ্রী ডেন্টাল ক্যাম্পেইন এর আয়োজন ছিল চমকপ্রদ আয়োজন ।৭১ এর বদ্ধভূমি গোপালগঞ্জ উপজেলা চত্বর জয়বাংলা পুকুর পাড়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা ও মিলাদ মাহফিল এবং মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মু, কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে আলোচকদের আলোচনায় অশ্রু সিক্ত হয়ে পড়েন সকল উপস্থিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যসহ অন্যান্য উপস্থিতি ।এই স্মৃতি চারণ অনুষ্ঠানে বিশেষ উল্লেখযোগ্য বক্তা ছিলেন শেখ আলমগীর হোসেন বীর মুক্তিযোদ্ধা ও ডেপুটি কমান্ডার জেলা মুক্তিযোদ্ধা সংসদ, গোপালগঞ্জ। শহীদ সন্তান জাহিদ মোল্লা শহীদ বীরমুক্তিযোদ্ধা মান্নান মোল্লা পুত্র । সমন্বয়ক জসীম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিউজ্জামান, মহসীন উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ গোলাম কবির অতিরিক্ত জেলা প্রশাসক, মু.মিজানূর রহমান। স্মৃতি চারণ অনুষ্ঠানে সভাপতি ও জেলা প্রশাসক মু কামরুজ্জামান তার বক্তব্যে সৎ, দেশ প্রেমিক নীতিবান এবং অহিংস ও অসাম্প্রদায়িক আদর্শে অনুপ্রাণিত ও উজ্জীবিত হতে এক জ্ঞান অর্জন মূলক শিক্ষা ধারণা গ্রহণে সমগ্র অনুষ্ঠানটি একটি বিশেষ মাত্রা পায়। SHARES সারা বাংলা বিষয়: