মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪
 মো:সজল সরকার ।। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুরের মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার উপজেলার রানীপুকুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে  ইউনিয়ন পরিষদের ব্যবস্থা জোরদারকরণে স্থায়ী কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয় ।ওরিয়েন্টেশনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার ইফতেখার আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ফরহাদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীপুকুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারজানা ববি প্রমুখ । ওরিয়েন্টেশনে সভায় বক্তারা বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর মাধ্যমে রানীপুকুর ইউনিয়ন পরিষদে ১৩ টি স্থায়ী কমিটির মধ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ০৭ টি কমিটির সাথে সমন্বয় বজায় রেখে কর্মসূচি বাস্তবায়ণ করবে এবং কমিটি সমূহের সাথে জবাবদিহিতা ও সক্ষমতা উন্নয়নের জন্য অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে । কমিটিগুলো যথাক্রমে, শিক্ষা, স্বাস্থ্য, ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটি,কৃষি, মৎস ও পশুসম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ বিষয়ক স্থায়ী কমিটি, জম্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক স্থায়ী কমিটি,স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন বিষয়ক স্থায়ী কমিটি, সমাজ
কল্যাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটি, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ এবং বৃক্ষরোপণ বিষয়ক স্থায়ী কমিটি, পারিবারিক বিরোধ নিরসন , নারী ও শিশু কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটিদের সাথে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।