গুরুদাসপুর পৌর বি এন পির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ দুলাল সরকার নেতৃত্ব বিজয় র‍্যালি অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

এস এম পারভেজ তালুকদার ।। সোমবার  সন্ধ্যা ৬ টার সময়  চাঁচকৈড় বাজার রসুনহাট থেকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়, এই  বিশাল  র‍্যালিতে পৌর সভার ৯ টি  ওয়ার্ডের হাজার হাজার  বি এন পির নেতা কর্মী সমর্থক ও জনগন অংশ গ্রহণ  করে, এসময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর বি এন পির সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ দুলাল সরকার, গুরুদাসপুর পৌর সিঃ সহ সভাপতি, নাজমুল করিম নজু, মোঃ রবিউল করিম শাহ, সভাপতি গুরুদাসপুর উপজেলা শ্রমিকদল,  এম সময় হাসান, গুরুদাসপুর উপজেলা যুবদলের আহবায়ক, মোঃ মিলন মাহামুদ, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক  গুরুদাসপুর পৌর  বি এন পি, এছাড়াও গুরুদাসপুর পৌর ছাত্র দলের নেতা কমী, যুবদলের নেতা কমী প্রমুক উপস্থিত ছিলেন। র‍্যালি টি চাঁচকৈড় বাজারের বিভিন্ন সড়ক প্রতিক্ষণ  শেষে চাঁচকৈড় বাজার মরহুম আমজাদ শেখ স্মৃতি গেটে  গিয়ে শেষ হয়, এবং পথসভায় অনুষ্ঠিত হয় উক্ত পথসভায়  বক্তব্য রাখছেন গুরুদাসপুর পৌর বি এন পির সাধারণ সম্পাদক তারুণ্যের অহংকার, জননেতা  আলহাজ্ব মোঃ দুলাল সরকার, আগামী দিনে গুরুদাসপুর পৌর সভা কে একটি মডেল পৌর সভা গড়ার  লক্ষে  সকলে সহযোগিতা  কামনা করেন,  সেই সঙ্গে  আগামী দিনের রাষ্ট্রনায়ক  তারেক রহমানের  স্বপ্ন বাস্তবায়নে  দলের নেতাকর্মীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে , দেশ কে এগিয়ে নিতে হবে, গুরুদাসপুর পৌর সভার ৯ টি ওয়ার্ডের বর্তমান যে বেহাল দশা  সে কাজ গুলো করতে হলে জাতীয়তাবাদী দল  বি এন পি  কে  ক্ষমতায়  নিয়ে যেতে হবে উন্নয়ন  এবং  জনগনের  সকল অধিকার প্রতিষ্ঠা করতে হলে, আমার  হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে   এক সঙ্গে  কাজ করতে হবে, তাই আগামী পৌর নির্বাচনে  গুরুদাসপুর পৌর বাসি কে আমার দলের পক্ষ থেকে  এই বিজয়ের মাসে আবারও শুভেচ্ছা জানাচ্ছি।  দুলাল সরকার বলেন আপনাদের দোয়া ও সমর্থন এবং সহযোগিতা  নিয়ে আমি পৌর নির্বাচন  করতে যাচ্ছি,  আমার পাশে থেকে  সবাই একসঙ্গে কাজ করতে হবে,এবং  গুরুদাসপুর পৌর সভা কে একটি  মডেল শহর রূপ  দেবার জন্য  আপনারা আমার  পাশে থাকবেন আমি আমার  পরিশ্রম মেধা এবং সততা দিয়ে  আপনাদের সেবায় কাজ করে যাব।  ইনশাল্লাহ ,  এসময়  হাজার হাজার  জনগন ও নেতা কর্মীর  সমর্থনে আনন্দঘন মুহূর্তে  র‍্যালি ও পথসভা টি  শেষ হয়।