গোমস্তাপুরে বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪
মোঃ তুহিন।।মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির।মঙ্গলবার রহনপুর  এ বি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে চূড়ান্ত খেলায় ভোলাহাট থানা শাখা নাচোল থানা শাখা কে ২৩ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।  ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন নাচোল শাখার শাহিন। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি মুক্তারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা জামাতের সহকারী সেক্রেটারি ডঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা জামাতের সভাপতি ইমামুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা  সেক্রেটারী সালাউদ্দিন সোহাগ। প্রসঙ্গত: গত ১৪ ডিসেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টে১০টি দল অংশগ্রহণ করে।