বগুড়ায় কাহালু উপজেলা আন্ত ইউনিয়ন ব্যাডমিন্টন ফাইনাল খেলায় পৌরসভা চ্যাম্পিয়ন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

মোঃ আবু সাঈদ ।। গতকাল রোববার সন্ধ্যায় কাহালু উপজেলা প্রশাসন চত্বঞরে প্রশাসনের উদ্যোগে আন্তঃইউনিয়ন ও পৌর সভা ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ, খেলায় বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রেবেকা সুলতানা (ডলি)। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল (করিম), উপজেলা প্রকৌশলী মোঃ মোকলেসুর রহমান,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নূর নবী,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ গোলাম মোর্শেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মাশরুম আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ফরহাদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মোঃ জাহাঙ্গীর আলম, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ হাসান (রঞ্জু),কালাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জোবাইদুল ইসলাম (সবুজ), মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নেছার উদ্দিন, পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি মোঃ আব্দুল কাফি, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও শহীদুল্লাহ, পৌরসভার কর কালেক্টর আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি প্রভাষক আব্দুল মোঃ মোমিন, আর ও অনেকে। এ সময় মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিতি লক্ষ্য করা যায় ।উল্লেখ্য যে উক্ত ব্যাডমিন্টন ফাইনাল খেলা পৌরসভা ও দুর্গাপুর ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়। পূর্ণ খেলায় ৩ গেমে পৌর সভা ২/১ গেমে দুর্গাপুর ইউনিয়নকে পরাজিত করে পৌর সভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি প্রদান করেন। ব্যাডমিন্টন খেলাটি পরিচালনা করেন পান্নান, সাদি, সিয়াম ও রাজু।