সাদপন্থীদের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস গুরুদাসপুর উপজেলা শাখার আয়োজনে হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

এস এম পারভেজ তালুকদার।।  বাংলাদেশ খেলাফত মজলিসের গুরুদাসপুর উপজেলা শাখার উদ্যোগে সাদপন্থীদের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস গুরুদাসপুর উপজেলা শাখার আয়োজনে হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮/১২/২৪ ইং চাঁচকৈড় বাঁশ হাটা মসজিদ থেকে সন্ধ্যা  ৬ টার সময় এই বিক্ষোভ সমাবেশ   বেড় হয় উক্ত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ  খেলাফত মজলিসের গুরুদাসপুর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মী  এবং  ইসলামী তৌহিদ জনতা  অংশ গ্রহন করে, বিক্ষব মিছিলটি চাঁচকৈড় বাজারের বিভিন্ন সড়ক প্রতিক্ষণ শেষে  চাঁচকৈড় বাজার মরহুম আমজাদ শেখ ব্রিগেড এসে শেষ হয়। এবং  এক পথসভা অনুষ্ঠিত হয় উক্ত পথসভায় বক্তব্য রাখেন আলহাজ্ব  মাওঃ মোঃ জামিল আহমাদ, সহ সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস,নাটোর জেলা, মাওঃ মোঃ আলমগীর হোসেন, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস নাটোর জেলা,মাওঃ মোঃ আজগর আলী সাহেব, সভাপতি আহলে সুন্নাত ওরাল জামাত পরিষদ, এবং মোঃ মোখলেসুর রহমান বাচ্চু, সহ সাংগঠনিক সম্পাদক, নাটোর জেলা ও সদস্য সচিব গুরুদাসপুর উপজেলা মোঃ  শহিদুল মুন্সি, উক্ত  পথসভায় সাদপন্থী দের এই বাংলাদেশে   ইসলাম কে বিভক্ত করছে এবং   তাবলিকের নামে তারা ভন্ড মাজার ভক্ত  অনুসারী বলে আখ্যায়িত  করেন বক্তব্যরা, এজতেমা ময়দানে  অতর্কিত  হামলা একি সঙ্গে  ৭ জনকে হত্যা ও অসংখ্য  ভাইদের আহত করাই তাদের দ্রুত শাস্তির দাবি  করেন বক্তারা  এবং  গুরুদাসপুর উপজেলা সকল মসজিদ থেকে সকল প্রকার কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি  দেন বিক্ষোভ সমাবেশ থেকে  বাংলাদেশ খেলাফত মজলিসের সকল আলেম-ওলাম ও নেতাকর্মীরা  বক্তব্য শেষে শহীদের আত্তার মাগিফিরাত কামনায়  দোয়া অনুষ্ঠিত হয়।