খুলনা রুপসায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪

মোঃ মাসুম বিল্লাহ।।খুলনার রূপসায় সাব্বির (২৭) নামের এক যুবক সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে।২১ ডিসেম্বর রাতে রূপসা উপজেলার জয়পুরের বটতলা ঈদগাহ ময়দান রোডে এই গুলির ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, ২১ ডিসেম্বর রাত সোয়া ৭টায় স্থানীয় কৃষক কাদেরের পুত্র সাব্বির মোটরসাইকেলযোগে তার বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা মোটরসাইকেলের চারজন যুবক তার চলার পথ রোধ করে তাকে সন্ত্রাসীদের গাড়িতে উঠানোর চেষ্টা করে। সাব্বির বিষয়টি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার শরীরের পিছনে লেগে সে মারাত্মক জখম হয়। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রূপসা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। খবর পেয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, কিসমত খুলনা ফাঁড়ির আইসি এস আই শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কেউ কোনো কিছু স্পষ্ট করে বলতে পারছে না। তবে বিষয়টি পরবর্তী তদন্তে জানা যাবে।