পাথরঘাটা কেনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪ মো. আরিফ ।। মানুষের মৌলিক অধিকার চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে দেশের সর্ব দক্ষিনে বঙ্গবসাগর তীরবর্তী বরগুনার পাথরঘাটা উপজেলার ১,৬০,৯২৭ জন (প্রায়) মানুষ । পাথরঘাটার মানুষের চিকিৎসার এক মাত্র ভরসা স্থল ৫০ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অথচ এই স্বাস্থ্য কমপ্লেক্সে নেই পর্যাপ্ত পরিমানে জনবল এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা।পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছে মাত্র ১ জন। স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমানে জনবল না থাকার কারণে ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে অপারেশন থিয়েটার এবং পরিক্ষা-নিরিক্ষা করার জিনিসপত্র, ফলে রোগিকে পরিক্ষা-নিরিক্ষা করার জন্য গুনতে হয় বাড়তি টাকা।পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসা অধিকাংশ জেলে, কৃষক, ও দিন মজুরি মানুষ। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রেফার করা হয় বরিশাল। ১০০ কিলোমিটারেরও বেশি পথ পারি দিতে রোগিকে গুনতে হয় বাড়তি টাকা, পোহাতে হয় বাড়তি ভোগান্তিতে। অধিকাংশ রোগির কাছে নিজের আর্থীক সমার্থের বাইরে হয়ে পরে। কোন কোন ক্ষেত্রে রোগীকে দূরবর্তী চিকিৎসালয় যাওয়ার টাকার অভাবের কারণে চিকিৎসা না নিয়েই রোগীকে ফিরতে হয় বাড়ি।চিকিৎসা নিতে আশা অনেকেই চিকিৎসকদের কাজের প্রতি অনিহা বলে অবিযোগ করলেও, স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত এক মাত্র ডাক্তার জানান ‘আমাদের সাধ্য মত চেষ্টা করা হচ্ছে রোগিদের সেবা দেওয়ার।পাথরঘাটার সাধারন মানুষের প্রশ্ন, কেনো চিকিৎসা নিতে আমরা বরিশাল যাবো? ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে পাথরঘাটাতে মানববন্ধন কররেন সাধারন জনগন এবং প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাথরঘাটার সাধারন মানুষ তাদের মৌলিক অধিকার উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং পর্যাপ্ত পরিমানে চিকিৎসক নিয়োগ করার দাবি জানাচ্ছেন। SHARES সারা বাংলা বিষয়: