ভোগান্তিতে নিকলীর ডায়াবেটিক রোগীরা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪ রাখী গোপাল।।কিশোরগঞ্জের নিকলীতে গত চার মাস যাবৎ ডায়াবেটিক ও হাই প্রেসারে রোগীরা ঔষধের অভাবে ভোগছে।স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এনসিডি কর্ণারের। ডায়াবেটিক ও হাই প্রেসারের রোগীরা ঔষধ না নিয়ে প্রতিদিন এনসিডি কর্ণার থেকে ঘুরে যাচ্ছে।ডায়াবেটিক রোগী নিশা রানী(৬০) বলেন বিনামূল্যে ডায়াবেটিক ঔষধ দিত বলে আমাদের ডায়াবেটিক নিয়ন্ত্রনে ছিল। এখন ডায়াবেটিক নিয়ন্ত্রনে নাই। নিয়মিত ঔষধ খাই না বলে।জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক বলেন তিন মাস যাবৎ ডায়েবেটিক ও হাই প্রেসারের রোগীদের ঔষধ নাই। অথচ রোগীদের নিয়মিত ঔষধ নেওয়া জরুরি।জনগুরুত্বপূর্ণ বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সরেজমিনে গিয়ে জানা যায় যে, নিকলী এনসিডি কর্ণারে বিগত চার মাস যাবৎ মেটফরমিন ৫০০ মি.গ্রাম, গ্লিকাজাইড ৪০মি.গ্রাম এক মাস ও লোসারটে পটাসিয়াম ৫০ মি.গ্রাম ৩ মাস যাবৎ ষ্টক শূন্য।এ বিষয়ে নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণারের দায়িত্বরত সিনিয়র নার্স মোকলেসুর রহমান বলেন আমাদের এখানে তিন হাজার চব্বিশ জন হাই প্রেসারের ও প্রায় সমপরিমাণ ডায়াবেটিক রোগী রয়েছে। গত কয়েক মাস যাবৎ রোগীদের ঔষধের সংকট রয়েছে। আমরা চেষ্টা করছি সংকট সমাধান করার। ইতিমধ্যে স্পেশাল চাহিদা পত্রের মাধ্যমে নেত্রকোনা সদর হাসপাতাল হতে হাইড্রোক্লোরাথাইজাইড ২৫ মি.গ্রাম ৫২ হাজার ও এমলোডিপিন ৫ মি.গ্রাম ২ লক্ষ সংগ্রহ করেছি।বাকী ঔষধ সংগ্রহ করার জন্য বিশেষ অনুরোধ করেছি কতৃপক্ষের কাছে ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সজীব ঘোষ বলেন’ আমরা চেষ্টা করছি ঔষধের সংকট নিরসন করার।আগামী মার্চ পর্যন্ত সম্ভবত এই সংকট চলবে। আমরা বিকল্প ব্যবস্থায় অন্য উপজেলা থেকে ঔষধ যোগানের চেষ্ঠা করছি। SHARES সারা বাংলা বিষয়: