দামুড়হুদা চন্ডিপুরে প্রবীণদের মিলন মেলা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৪

মেহেদী হাসান মিলন,দামুড়হুদা। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশে কর্মরত বকুলের ব্যাক্তিগত উদ্যোগে গতকাল শনিবার সকাল ৯ টার দিকে চন্ডিপুর মাঝ পাড়া তিন রাস্তার মোড়ে প্রবীণদের মিলন মেলা প্রীতিভোজ, খেলাধুলা,পুরস্কার বিতরনী ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।ব্যাতিক্রম ধর্মী এ আয়োজন করায় এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন বকুল।

প্রবীণ মেলায় আসা আগত প্রায় শতাধিক প্রবীণ ব্যাক্তি এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন আজকে সমাজে প্রবীণরা যেখানে বোঝা হয়ে দাঁড়িয়েছে।পারিবারিক ও সামাজিক ভাবেও চরম অবমূল্যায়নের স্বীকার হচ্ছে ঠিক তখনই প্রবীণদের নিয়ে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। আজকে এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা এলাকার শতাধিক প্রবীণ ব্যাক্তি এক জায়গায় আসতে পেরেছি।অতীতের সকল স্মৃতিচারণের সুযোগ পেয়েছি।বহু বছর পর আজ একত্র হতে পেরেছি শুধু মাত্র এ আয়োজনের মাধ্যমে।এ আয়োজন অনুষ্ঠিত না হলে হয়তো আর কোনদিন আমরা এত প্রবীণ মানুষ গুলো এক হতে পারতাম না।আর কোনদিন দেখা হতোনা। আজ সকলকে একত্রিত করার জন্য আয়োজন কারীকে ধন্যবাদ জানাই। সেই সাথে এ ধরনের অনুষ্ঠানে আরো মানুষ উদ্যোগ গ্রহন করবে ও প্রতিবছর এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন তারা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মো:এনামুল করিম ইনু,আবু হেনা মোস্তফা কামাল,আ:রফিক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্ডিপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যাবসায়ী তরিকুল ইসলাম।