বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাঁচবিবি উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন সম্পন্ন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪ মোঃ আবু সুফিয়ান মুক্তার।।বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাঁচবিবি উপজেলা শাখার ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য পূর্নাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা অফিসের হল রুমে ফেডারেশনর উপজেলা কমিটি সহ ৭ বিভাগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে ও সেক্রেটারী সামছুল আলম এর সঞ্চালনায় উক্ত কমিটি গঠন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জয়পুরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা ডাঃ ফজলুর রহমান সাঈদ।বিশেষ অতিধি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান,আদর্শ শিক্ষক ফেডারেশনের পাঁচবিবি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ সুজাউল করিম,বাংলাদেশ কিল্ডাগার্টেন শিক্ষক পরিষদের জেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান (মুক্তার)এছারাও শুভেচ্ছা বক্তব্য রাখেন করিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান,মহাব্বতপুরফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা গোলাম কিবরিয়া,উচাই কৃষি কলেজের অধ্যক্ষ রস্তম আলী ও পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ রবিউল ইসলাম।প্রধান উপদেষ্টা ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন,শিক্ষকরা হলো জাতি গড়ার মূল কারিগর। তাই তারা যদি সৎ,দক্ষ ও নৈতিকতা সম্পন্ন না হয় তাহলে সুন্দর জাতি গঠনে করা সম্ভব নয়।তাই তিনি শিক্ষক সমাজকে নৈতিকভাবে তাদের আচরণে সততা, ন্যায়পরায়ণতা, এবং পেশাদারিত্বের মান বজায় রেখে দায়িত্ব পালন করার উদাত্ত আহবান জানান। SHARES সারা বাংলা বিষয়: