গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক কে গ্রেফতার করেছে পুলিশ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪
শেখ ফরিদ আহমেদ।।গোপালগঞ্জ সদর হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে কতিপয় প্রভাবশালী অসাধু চক্রের অনিয়ম দুর্নীতি অর্থের বিনিময়ে সার্টিফিকেট বাণিজ্য গনমাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত সম্বলিত সংবাদ প্রকাশ হলেও প্রভাবশালী অসাধু চক্র কোন এক অজানা কারণে পার পেয়ে যেতে পেরেছে। হালে গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা হতে দুপুর ১ টা পর্যন্ত দুদকের অভিযানে দূর্নীতি ও অনিয়মের সত্যতা পায় । দৈনিক দেশ সেবা পত্রিকাসহ অন্যান্য সংবাদ মাধ্যমে দুদকের মামলার প্রস্তুতি চলছে বর্ননায় সংবাদ প্রকাশিত হয় । ফলশ্রুতিতে  ২৭ডিসেম্বর গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক কে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে টাকার বিনিময়ে অনৈতিক সার্টিফিকেট বাণিজ্য সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে।আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক গৃহীত পদক্ষেপের কারণে চিকিৎসা সেবা ও অন্যান্য সেবা গ্রহণকারী জনসাধারণের মাঝে স্বস্তির বাতাস বইছে এবং আশার আলো দেখছেন।