গোপালগঞ্জে ছাত্র-যুব মতুয়া মহাসংঘের কাউন্সিলের মহাসম্মেলন অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪
মোঃ জামাল শেখ ।। গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের কাউন্সিলের মহাসম্মেলন। ওড়াকান্দির ঠাঁকুর বাড়ীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মতুয়া ভক্তরা এ সম্মেলনে অংশ নেন। সম্মেলনে নির্বিঘ্নে যোগ দিতে পারায় খুশি মতুয়া ভক্তরা। সম্মেলন শেষে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়। এতে মৃত্যুঞ্জয় গোস্বামীকে সভাপতি ও প্রসেনজিৎ বিশ্বাসকে সাধারন সম্পাদক করে ৫০১ সদস্যের কমিটির নাম ঘোষনা করা হয়।লাল নিশান উড়িয়ে ডাঙ্কা বাজিয়ে হরিবোল হরিবোল ধ্বনি উচ্চারণ করে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির শ্রীশ্রী হঁরিচাঁদ ঠাকুরের পৈত্রিক ভিটা ঠাকুর বাড়ীতে আসেতে থাকেন মতুয়া ভক্তরা।বেলা ১টায় প্রদীপ প্রজ্জ্বলণ করে মহাসম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা মহামতুয়াচায্য শ্রী অমিতাভ ঠাঁকুর। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের সভাপতি শ্রী সুব্রত ঠাকুর।মতুয়া সম্মেলনকে ঘিরে পূর্ণ্ লাভের আশায় ভক্তদের পদচারনায় মুখোর হয়ে ওঠে তীর্থধাম ওড়াকান্দির ঠাকুর বাড়ি। ভক্তরা দেশ ও জাতি এবং পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় শ্রীশ্রী হঁরিচাঁদ ঠাকুরের মন্দিরসহ বিভিন্ন মন্দিরে পুজা অর্চনা করেন।এ সম্মেলনে যোগ দিতে ভক্তরা গোপালগঞ্জ ছাড়াও বাগেরহাট, মাদারীপুর, দিনাজপুর, নোয়াখালি, বরিশাল, ফরিদপুর সহ দেশের দূরদূরান্ত থেকে ঠাকুর বাড়ীতে আসেন। কোথাও কোন বাঁধা না পেয়ে নির্বিঘ্নে ঠাকুর বাড়ীতে আসতে পারায় খুশি ভক্তরা। আগত ভক্তদের জন্য ঠাকুর বাড়ীতে আয়োজন করা হয় প্রসাদের।বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের নতুন কমিটি যু্ব সমাজকে এগিয়ে নেয়ার পাশাপশি সম্পৃতি অটুট রাখতে কাজ করবে বলে জানান বাংলাদেশ মতুয়া মহাসংঘের নেতৃবৃন্দ।এ সম্মেলনে মাধ্যমে ভেদাভেদ ভুলে পূর্ণব্রক্ষ্ম শ্রীশ্রী হঁরিচাঁদ ঠাকুরের সাম্যের গান সকলের মাঝে ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা ভক্তদের।