পরকীয়ার টানে প্রবাসীর স্ত্রী সহ ৯ মাসের সন্তান নিয়ে উধাও নতুন প্রেমিকা প্রবাসী বলেন থানা মামলা করলে বাচ্চা সহ দুই সন্তানকে জবো করে মেরে ফেলা হুমকি।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

মোঃ রিপন শেখ ভাংগা ফরিদপুর প্রতিনিধি।।সাইম এর বয়স নয় বছর ও সিয়ামের বয়স ৯ মাস। পিতা ওবায়দুর শেখ মালোয়শীয়া প্রবাসী। পিতা প্রবাসী হওয়ার সুবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমের উছিলায় মা রত্না বেগমের সাথে পরিচয় ঘটে সৌদি আরব প্রবাসী মাজেদ শেখের। রত্নার বেগমের সাথে মন দেওয়া নেওয়ার সূত্রতায় কোলের নয় মাসের শিশু সন্তান সিয়ামকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকার হাত ধরে চারদিন আগে নিরুদ্দেশ হয়েছেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিভিরকান্দা গ্রামের মোস্তফা কাজীর মেয়ে রত্না বেগম। গত ১০ বছর আগে মুকসুদপুর উপজেলার জোয়াইর গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে ওবায়দুরের এর সাথে বিয়ে হয় রত্না বেগমের। বিয়ের পর জাহাঙ্গীর শেখের ছেলে ওবায়দুর শেখ মালোয়শীয়া প্রবাসী হন।  এসুযোগে চলে রত্না বেগম ও তার পরকীয়া প্রেমিকের সাথে মন দেওয়া নেওয়ার শুরু হয়। এদিকে মা ছোট ভাইকে নিয়ে নিরুদ্দেশ হওয়ায় নয় বছরের শিশু সাইম মায়ের জন্য ও ভাইয়ের কান্নাকাটি করছে দাদার বাড়িতে। অসহায় পরিবারের লোকজন আরও অসহায় হয়ে ওঠেছে শিশু সাইমের কাছে। কি সান্তনা দিবেন তাকে?স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের  জুয়াইরা গ্রামের প্রবাসী ওবাইদুর শেখ এর স্ত্রী রত্না বেগম  মঙ্গলবার (২৪ ডিসেম্বর)  বিকেল তিনটার দিকে বড় বোনের হাত কেটে গেছে বলে শ্বশুর বাড়ি থেকে মিথ্যা কথা বলে বের হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে গেলেও ঘরে ফেরে নি গৃহবধূ রত্না বেগম। পরিবার পরিজনের সদস্য উদ্বিগ্ন হয়ে ওঠেন। সম্ভাব্য সকল জায়গায় গৃহবধুর খোঁজ করতে থাকেন। কিন্তু কোথাও খুঁজে না পেয়ে শিশু সন্তানসহ মা রত্না বেগম জন্য ব্যাপক দুশ্চিন্তা শুরুর সময় সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির বউ লিমা আক্তারের মোবাইলে ফোন(০১৯৪৮৭৫৫২৪০) নম্বরে কল করে বলেন আমার মনের মানুষের সাথে ঘরছেড়ে চলে এসেছি। আমার জন্য কেউ আসা না করে নিজেদের মত করে থাকলে ভালো হবে। আপনাদের বাড়ির বড় ছেলে রেখে এসেছি। আমার জীবনের শেষ ঠিকানা  মাজেদের কাছে। তার সাথেই আমি আছি। আমার খোঁজ করার দরকার নেই। এসময় কথা শেষ হতেই বাড়ির লোকজন  মাজেদ হোসাইনের ফোন নম্বর সংগ্রহ করে ( ০১৭৭৯০০৬৭৭২) তার নম্বরে ফোন দিয়ে শিশু ছেলেসহ রত্নাকে ফেরত চাইলেই ফোনের অপরপ্রান্ত থেকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং বলে যে বাচ্চা নিয়ে আমার কাছে এসেছে ওকে  জীবিত দেখতে চাইলে আর ফোন দিয়ে যেন কেউ বিরক্ত না করা হয় বলে মাজেদ মোবাইল ফোন কেটে দেয় প্রবাসী ওবায়দুর শেখের পরিবারের লোকজন নিরুপয় হয়ে ভাঙ্গা থানায় মাজেদ হোসাইনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাইলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার মাজেদ শেখের গ্রামের বাড়ি চারভদ্রাসন থানায় অভিযোগ করতে বলেন। অতঃপর প্রবাসী ওবায়দুর শেখের বড় ভাই সাইদুর রহমান চরভদ্রাসন থানায় নয় মাসের ভাতিজাসহ ভাইয়ের স্ত্রী ফেরত পেতে ও উদ্ধার করতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।প্রবাসী ওবায়দুর শেখের এর বড় ভাই জানান, চর ভদ্রাসন থানার আরশাদ মাতব্বর ডাঙ্গী গ্রামের বদরুদ্দীন ফকিরের ছেলে সৌদি আরব প্রবাসী মাজেদ শেখের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ শিশু সিয়াম ও তার মাকে উদ্ধার করতে কাজ শুরু করেছেন। চর ভদ্রাসন থানার এসআই মানব সরকার  জানান, সৌদি আরব প্রবাসী যুবক মাজেদ শেখের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় পর পুলিশ মাজেদ শেখের বাড়িতে গিয়ে জানতে পারে  তারা স্বামী ও স্ত্রী বলে বাড়িতে পরিচয় দিয়ে আসছেন। তবে মাজেদ ও রত্না বেগম কেউ গ্রামের বাড়িতে ফিরে আসেনি।