সাতক্ষীরা পাটকেলঘাটা সাংবাদিকের উপর হামলা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪
মোঃমাসুম বিল্লাহঃ।।সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় আওয়ামী দোসর ও মাদকসেবী সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিত ভাবে সাংবাদিকের উপর অর্তকিত হামলা চালিয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এই আমার দেশ পত্রিকার সাংবাদিক ও তালা উপজেলা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইকবাল হাসান এর উপর সন্ত্রাসীরা দেশি অস্ত্র লোহার রড, চাকু, কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্য তার মাথায় আঘাত করে। হামলাকারী ও সন্ত্রাসীরা হলো মাদক সেবী বোরহান উদ্দীন, আবীদ হোসেন, সিয়াম শেখসহ ১০-১৫ জন মিলে অতর্কিত হামলা চালায়। সাংবাদিকে হত্যা চেষ্টার ঘটনাটি ঘটে পাটকেলঘাটা শ্বশান এর সামনে। সাংবাদিক ইকবাল হোসেনেকে হত্যার উদ্দেশ্য মাথায় লোহার রড দ্বারা আঘাত করলে, ঘটনাস্থলে মাথা ফেটে মাটিতে লুটে পড়েন। মারাত্মক ভাবে জখম ও শারীরিক আঘাতের সম্মুখীন হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিক ইকবাল হোসেন জানান, আমি খলিষখালী যাওয়ার জন্য বাড়ী বের হয়ে। খাদ্য গুদাম সংলগ্ন শ্বশান মোড়ে পৌঁছানোমাত্র ওৎপেতে থাকা সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিত ভাবে আমার উপর হামলা করে। আমি সুস্থ হলে মামলার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এবিষয় হামলাকারী আবীদ হোসেনের মুঠো ফোনটি বন্ধ থাকায় একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পাটকেলঘাটা থানার ওসি মোঃ মইনদ্দীন জানান, বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।