কেন্দুয়ায় বয়স্ক ভাতা প্রাপ্তদের সাথে মতবিনিময় করেন আলতাফ হোসাইন রাসেল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪
কোহিনূর আলম ।। নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় বয়স্ক ভাতা প্রাপ্ত ব্যক্তিদের সাথে মতবিনিময় করছেন গবেষক আলহাফ হোসাইন রাসেল । রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিজ উদ্যোগে উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ইউনিয়ন পরিষদের বয়স্ক ভাতা প্রাপ্ত ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন তিনি । ইংল্যান্ডে একটি বিশ্ববিদ্যালয়ে সামাজিক সুরক্ষায় দরিদ্র জনগোষ্ঠীর মান উন্নয়ন নিয়ে গবেষণা করছেন তিনি । তিনি কুষ্টিয়া বিশ্ববিদ্যায়ের শিক্ষক ও ইংল্যান্ডের গবেষণায় অধ্যায়নরত । তাঁর জন্ম উপজেলার মাসকা ইউনিয়নের কীর্তনখলা গ্রামে, পিতা- মোঃ সালেহ উদ্দিন ভুইঁয়া, মাতা- মোছাঃ সুফিয়া আক্তার । এ সময় উপস্থিত ছিলেন, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাওসার, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল মিয়া, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য সজীব হোসেন । গবেষক আলতাফ হোসাইন রাসেল মুঠোফোনে বলেন, সামজিক সুরক্ষায় দরিদ্র জনগোষ্ঠীর মান উন্নয়ন নিয়ে আমি বিদেশের মাটিতে ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি করছি । বাংলাদেশের বিভিন্ন ভাতা প্রাপ্ত জনগোষ্ঠীর মান উন্নয়ন প্রকল্পের আওতায় হত দরিদ্র, বিধবা ভাতা ও বয়স্ক ভাতা প্রাপ্ত নওপাড়া ইউনিয়নের বাসিন্দাদের সাথে মতবিনিময় করে বিভিন্ন সমস্যা নির্ধারণ ও বিভিন্ন পরামর্শ দিতে চেষ্টা করেছি ।