ওসমানীনগরে বিবিয়ানা মডেল ফার্মেসীর উদ্ভোদন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪
শরীফ আহমদ চৌধুরী।।  সিলেটের ওসমানীনগরের বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজারে বিবিয়ানা মডেল ফার্মেসীর শুভ   উদ্ভোদন করা হয়েছে। ৩০ ডিসেম্বর (সোমবার) সকাল ১১ টায় উপজেলার গোয়ালাবাজারস্থ হাজি নছিব উল্লা মার্কেটে বিবিয়ানা মডেল ফার্মেসীর ২য় শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিয়ানা মডেল ফার্মেসীর সত্তাধীকারী এস এম মসুদ আহমদ, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লব সভাপতি শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর প্রেসক্লাব সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন রশিদ,আমার দেশ পত্রিকা ওসমানীনগর প্রতিনিধি সাইফুল এম রেফুল, ওসমানীনগর প্রেসক্লাবের অর্থ সম্পাদক ইমন আহমদ,  সাংবাদিক  শোয়েবুর রহমান শোয়েব,২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজি মো: মোজাহিদ আলী,সাবেক দপ্তর সম্পাদক লুৎফর রহমান, মো: আফজাল খান, ডা: আব্দুল হাই, আব্দুল  মালিক, সিজিল আহমদ, জুয়েল আহমদ,  মোনাজাত পরিচালনা করেন মৌলানা আরিফ  আহমদ ( হরিপুরী) সহ আরও অনেক