সিরাজগঞ্জ চৌহালীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

হাফিজ মোহাম্মদ হক।। চৌহালীতে মাসিক  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর ) বেলা ১১টার দিকে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার( ভার:) ইউএনও শওকত মেহেদী সেতুর সভাপতিত্বে মাসিক ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো: তানভীর হাসান মজুমদার, থানার তদন্ত ওসি এম শাখাওয়াত হোসেন,উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: সাহেদুল ইসলাম সাহেদ প্রাণিসম্প্রসারণ অফিসার ডা: জান্নাতি, প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা,ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্ত্রি, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজুল ইসলাম,ইউপি চেয়ারম্যান রমজান আলী, আব্দুল মতিন মন্ডল, ভার: চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, আনসার ও ভিডিপির প্রশিক্ষক আবদুল মান্নান মৃধা ও পরিসংখ্যান দপ্তরের পরিদর্শন সোহেল রানা প্রমুখসহ সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷ উল্লেখ্য, চৌহালী উপজেলার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও শওকত মেহেদী সেতু।