চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ ব্যবসায়ীর জরিমানা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪
মোঃ হানিফ ।। চাটখিল উপজেলা শাহাপুর বাজারে গতকাল  সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত এক বিশেষ অভিযান পরিচালনা করে, এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় এবং জনগণের চলাচলের ফুটপাতের রাস্তা দখল করে মালামাল রাখার অপরাধে ১০ ব্যবসায়ীর ১০ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। তাকে সহযোগিতা  করেন চাটখিল থানা পুলিশের একটি টিম।নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটিং এর কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।