শরীয়তপুর সদর হাসপাতালে দুদকের অভিযান ১৫০ গ্রামের জায়গায় ৩০ গ্রাম রোগীদের ভোগান্তি চরমে। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫ রাকিব হোসাইন।। শরীয়তপুর সদর হাসপাতালে থেমে নেই দালালের দুরত্ব সিট বানাজ্য, খাবার বানিজ্য, টিকিট বানিজ্য যেনো তাদের দখলে গোপন তথ্যের অভিযোগের ভিত্তিতে সিভিল পোশাকে ছদ্মবেশে দুদকের একটি অভিজানি টিম অভিযান পরিচালনা করেন। এসময় তারা হাসপাতালটিকে ঘিরে যেসকল অভিযোগ ছিল সকল ধরনের অভিযোগ ও অনিয়মের সত্যতার মিল খুঁজে পায় দুদকের অভিযানে থাকা সংশ্লিষ্টরা। যেখানে রোগিদের জন্য বরাদ্দকিত মাংসের পরিমাণ ১৫০ গ্রাম থাকার কথা থাকলেও সেখানে রোগিরা পাচ্ছেন শুধু ৩০ গ্রাম একই চিত্র আবার টিকিট কাউন্টারে এই হাসপাতালে আসা রোগীদের থেকে জোর পূর্বক ভাবে ৫ টাকার টিকিটের দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে ১০ টাকা পর্যন্ত। এখানে আসা রোগীদের সাথে কথা বললে তারা জানান এই যদি হয় সরকারি হাসপাতালের চিএ তাহলে তারা যাবে কোথায় তাদের দাবি এই অভিজান যেনো কোন অপশক্তির কারণে থেমে না যায় কিছু দিন পরে পরে যেনো এভাবে অভিযান গুলো পরিচালনা করা হয় । SHARES সারা বাংলা বিষয়: