গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের কানুমোল্লার বটতলা হাটের ডাক অনুষ্ঠিত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

এস এম পারভেজ তালুকদার।। গুরুদাসপুর উপজেলার অস্থায়ী হাট  কানুমোল্লার বটতালা নিলাম ডাকের মাধ্যমে অনুষ্ঠিত, আজ ২/১/২৫ ইং বৃহস্পতিবার সকাল ১০ টার সময় গুরুদাসপুর উপজেলার ১ নং নাজিরপুর ইউনিয়নের অস্থায়ী হাট কানু মোল্লার বট তলা ছিজিলান বড়ই হাট আজ গুরুদাসপুর উপজেলা মিলনায়তনে ইজা দাদের  উপস্থিতে  অনুষ্ঠিত হয়  এ সময় উপস্থিত ছিলেন  গুরুদাসপুর উপজেলা  নির্বাহী    অফিসার  জনাব  সালমা আক্তার, ভারপ্রাপ্ত  সহকারী কমিশনার ভূমি, মোঃ আশরাফুল ইসলাম,গুরুদাসপুর উপজেলা  দুর্যোগব্যবস্থাপনা  কর্মকর্তা  মোঃ  আমিনুল রশিদ,গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ,  এবছর মোট ৯ জন   এই হাটের নিলাম ডাকে  অংশগ্রহণ করে,  গত বছরে তুলনায়  এ বছর নিলাম ডাক  একটু বেশি হলেও বড়ই  আমদানি  আবহাওয়া জনিত কারণে  কৃষি আবাদে  ভালো ফলন  খুবি কম, তবে এবর সরকারি নিলাম ডাকে সর্বোচ্চ ডাকদাতা ইজাদার  মোঃ  আসাদুজ্জামান আসাদ,  ১ লক্ষ  ৯৮ হাজার টাকা দিয়ে এই হাট টি সরকারি ভাবে  পেয়েছেন,  নির্ধারিত মূল্য  বড় আন্তরিক হচ্ছিলাম ক্যাডেট ২০ টাকা দশ টাকা – ২০ টাকা ও ছোট  ক্যাডেট  ১০ টাকা, করা হয়েছে, গুরুদাসপুর উপজেলা মধ্যে এই হাট টি সকল মৌসুমী  ফল কেনা বেচার জন্য বিখ্যাত  যেমন লিচু,  আম, বড়ই  এ সকল ফল সিজিং গুলোতে  দেশের বিভিন্ন জেলা থেকে  ব্যাপারীরা  এই হাটে এসে ফল ক্রয় করে থাকেন,  এবং  কৃষকেরা ন্যায্যমূল্যে  ফল বিক্রয় করে থাকে।  তাই কানু মোল্লার হাটের সুনাম  রয়েছে নাটোর জেলা ও রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে।