বাউফল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫
বুধবার, জানুয়ারি ০১, ২০২৫,সকাল ১১ ঘটিকায় বৈরী আবহাওয়া শৈত প্রবাহ উপেক্ষা করে,গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাউফল উপজেলা ছাত্রদলের আহবায়ক মুজাহিদ মুন্সী নেতৃত্বে , প্রধান সড়কগুলোতে বণার্ঢ্য র‍্যালি,এবং বাউফল পাবলিক মাঠে সংক্ষিপ্ত সভা ও শহীদের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়।উপস্থিত  ছিলেন
বাউফল উপজেলা ছাত্রদলের আহবায়ক মুজাহিদ মুন্সী,যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য মোঃ রুবেল হোসেন ও পৌর ছাত্রদলের সদস্য সচিব সাদিকুজ্জামান রাকিব সহ সকল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। উপজেলা আহবায়ক বলেন আজ আনন্দের দিন কিন্তু আনন্দ করতে পারতেছি না আমাদের রাজপথের সহযোদ্ধা কালাইয়া ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি স্বৈরাচার বিরোধী আন্দোলনের গুলিবিদ্ধ ছাত্রনেতা সাহারাজ হোসেন জয় কে আওয়ামী লীগ সরকারের সহযোগীরা কিছুদিন আগে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করে তার এক পা ও হাত ভেঙে দেয় স্থানীয়দের সহযোগিতায় মৃত্যুর হাত থেকে রক্ষা পায় তিনি এখন বরিশাল হসপিটালে আছে তার জন্য সকলের কাছে দোয়া কামনা করতেছি এজন্য অনুষ্ঠান করতে পারতেছি না আনন্দের দিন হলেও সহযোদ্ধার জন্য কষ্ট হচ্ছে তিনি আজ এই ২০০৮ থেকে এই প্রথমবারের মতো আমাদের মাঝে উপস্থিত নেই বলেন এবং আমাকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে তিনি বলেন আমার কর্মীদের জন্য জীবন দিতে প্রস্তুত আছি,  এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং সাহারাজ হোসেন জয়ের জন্য দোয়া চেয়েছেন এবং প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন হয় এ দাবি জানিয়েছে ।