বেলকুচিতে জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫ মনিরুল ইসলাম। । সিরাজগঞ্জের বেলকুচিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র জমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ৩রা জানুয়ারী পৌর সভার মুকন্দগাঁতী গার্লসস্কুল সংলগ্ন ঈদগাহ মাঠে উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিম। বক্তব্যে তিনি ছাত্রদের উদ্যেশে বলেন রাজনীতি করতে হলে লেখাপড়ার বিকল্প নেই, লেখাপড়ায় যে ভাল করতে পারবে রাজনীতিতে সে ততো উন্নতি করতে পারবে। তাই ছাত্রদের লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ বনি আমিন, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, পৌর বিএনপির সদস্য মনোয়ার চৌধুরী বাবু, পৌর বিএনপির সদস্য মিঞা শামীম, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, পৌর বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাদ, থানা বিএনপির সদস্য ইমতিয়াজ উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক বাবর আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব হোসেন, যুগ্ম আহবায়ক জাহিদ তালুকদার, ছাত্র দলের সাবেক সভাপতি রিজন সরকার, অনুষ্ঠান সঞ্চালনায় পৌর ছাত্র দলের সদস্য সচিব রাশেদুজ্জামান রাব্বি, বেলকুচি কলেজ ছাত্র দলের সদস্য সচিব বুলবুল ভূইয়া, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা,পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক শাহিন রেজা, অনুষ্ঠানে অসংখ্য ছাত্র দলের সদস্যরা মিছিল নিয়ে ছাত্র জমায়েত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে জনসভায় পরিনত করে অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি যুবদল সেচ্ছাসেবক ছাত্রদল ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: