কয়রায় হাটের সরকারী জায়গা দখলের অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫ খুলনার কয়রায় বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজারের সরকারী জায়গা দখলের অভিযোগ উঠেছে।ঘুগরাকাটি বাজারের ব্যবসায়ীগণ সরকারী জায়গা দখলের অভিযোগ এনে খুলনা জেলা প্রশাসক ও কয়রা উপজেলার নির্বাহি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়েছেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজারে সপ্তাহে ২দিন শনি ও বুধবারে হাট বসে।এই হাটে বিভিন্ন এলাকা থেকে তাদের পন্য বিক্রী করার জন্য এখানে এসে বিক্রী করে থাকে।ঘুগরাকাটি বাজারের চাঁদনীর পাশে তাদের বেচাকেনার সুবিধার্তে সরকারীভাবে ১৯৯৬ সালে ইটের সলিং বিছানো হয়। ইতিপূর্বে এই জায়গায় কিছু কাঁচামালের দোকান ছিল। তাদেরকে সরিয়ে হাটে আগত ব্যবসায়ীদের বেচাকেনার সুবিধার্তে তাদেরকে সরকারী চাঁদনীতে বসানো হয়। এই বাজারে অবস্থিত সরকারী খাদ্য গুদাম, অটো রাইচ মিল, বড় বড় কোম্পানির ডিষ্টিবিউটর ব্যবসায়ী রয়েছে সে জন্য তাদের পন্য আনা নেওয়ার জন্য এই জায়গা দিয়ে ট্রাকগুলো ঘুরাতো। গত ৩ জানুয়ারী শুক্রবারে ১। মোঃ মফিজুল ইসলাম গাঁতিদার ২। মোঃ বেলায়েত হোসেন গাঁতিদার উভয় পিতা মৃত মাজেদ গাঁতিদার ৩। মোঃ রবিউল ইসলাম পিতা মৃত বদর উদ্দীন সর্ব সাং ঘুগরাকাটি, কয়রা, খুলনা সহ ৫/৬ জন সরকারী ইটের সলিং হাটের জায়গায় ইটের উপর বালু দিয়ে ইট ঢেকে দিয়েছে ও দখলের চেষ্টা চালচ্ছে। রাতের আঁধারে তারা এখানে ঘর উঠাবে বলে জানা যায়। এই জায়গা দখল হয়ে গেলে বাজারে যানজট সৃষ্টি হবে এবং আগত হাটের ব্যবসায়ী ও জনসাধারণের দুর্ভোগ পোহাতে হবে। ব্যবসায়ীরা সরকারীভাবে বসানো ইটের সলিং এর হাটের জায়গায় ইটের উপর বালু দিয়ে ঢেকে দিয়ে সরকারী সম্পদ নষ্ট করার বিচার দাবী করেন এবং এই জায়গাটা যেন দখল করতে না পারে তার দাবী জানান। এ ব্যাপারে মফিজুল গাঁতিদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে কে বা কারা বালু দিয়েছে সেটা আমি জানি না। এ ব্যাপারে কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। SHARES সারা বাংলা বিষয়: