ছয়দুন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫ কোহিনূর আলম।। নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম । বুধবার (৮ জানুয়ারী) সাড়ে ১২ টায় এ পরিদর্শন করেন তিনি । পরিদর্শন কালে বিদ্যালের শিক্ষক ও শিক্ষার্থীদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও স্কুল মাঠে মাটি ভরাট চলতি কার্যক্রমের দিক নির্দেশনা দেন তিনি । তাছাড়া তিনি নতুন বছরে কোমলমতি শিশুদের স্কুল মুখী করে গড়ে তোলা ও ভর্তি বিষয়েও পরামর্শ দেন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীকে । এ সময় উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা । SHARES সারা বাংলা বিষয়: