কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। প্রধান অতিথি জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেন, “ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়তে জামায়াত কাজ করে যাচ্ছে। সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্যের পথে অবিচল। অন্যায়ের কাছে মাথা নত করিনি আমরা। বহু ষড়যন্ত্র করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে গেছেন, কিন্তু মাথা নত করেননি। বহু রং-বেরঙের প্রস্তাব দেওয়া হয়েছে, সমস্ত প্রস্তাব এবং ষড়যন্ত্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। কেন?  কারণ আমরা আল্লাহকে ভয় করি। তিনি বলেন, আমরা চাঁদাবাজ-দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে চাই। বলবেন- তার প্রমাণ কি আপনারা যে পারবেন? তার প্রমাণ হচ্ছে আমাদের দলের কর্মীরা চাঁদাবাজিও করে না, দখলদাবাজিও করে না। জামায়াতে আমির আরো বলেন, নারী-পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে- জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে এদেশের মানুষ বিপদে পড়বে। মহিলারা মায়ের জাতি, আমরা তাদেরকে মায়ের মতো সম্মান করি। যারা সন্তুষ্টির সঙ্গে বোরকা পরতে চাইবেন, তারা পরবেন। অন্যান্য ধর্মের মায়েদের আমি কীভাবে বোরকা পরাবো? ইসলাম কি আমাদের এই দায়িত্ব বা অধিকার দিয়েছে?  কোনোটাই দেয়নি। মেয়েদের পোশাক সম্পর্কে তিনি বলেন, তারা যা পছন্দ করবেন, তাই পরবেন।পোশাকের ব্যাপারে জোর খাটানো যাবে না। নারীরা যোগ্যতা ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।  আল্লাহর আইন সবার জন্য সমান। আমরা সেই আইনের জন্য লড়াই করছি। আমি মানুষকে মানুষের মর্যাদা দিব। যদি প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান দেয়, ভালোবাসে। তাহলে এই দেশ জান্নাতের টুকরোয় পরিণত হবে। ডা. শফিকুর রহমান পরিশেষে বলেন, এই রাষ্ট্রের সকল নাগরিকের সম্পদ, ইজ্জত ও জীবন সম্পূর্ণ নিরাপদ। এদেশের সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে ও নিরাপত্তার সঙ্গে পালন করতে পারবে। ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না। আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত লাখো জনতার ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ সমাবেশের মাঠ। বিশেষ অতিথি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “সত্য ও আদর্শের পথে অবিচল থেকে শাসনব্যবস্থার শুদ্ধি আনতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।”সম্মেলনের আগের দিন শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে জামায়াতের লক্ষ্য ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।