মালেশিয়ান তরুণী প্রেমের টানে মায়ের সঙ্গে খুবজীপুরে যুবকের বাড়িতে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

 এস এম পারভেজ তালুকদার ।। গুরুদাসপুর উপজেলার ৩ নং খুবজীপুর ইউনিয়নের  আলহাজ্ব মোঃজলিল  হোসেন, গ্রাম খুবজীপুর  চরপাড়া,  ছেলের মোঃ আনিচ হোসেন,( ৩৪) বয়স,  তিনি আজ প্রায় ১২ বছর যাবৎ মালেশিয়া প্রবাসি , মালেশিয়াতে  একটি বেসরকারি ফিলিক্স ন কোম্পানি শ্রমিক হিসেবে কাজ করছিলেন,  তারি সুবাদে একি কোম্পানির  টিম লিডার চিতি হাসনা সঙ্গে পরিচয় হয় আনিচের এবং  তাদের এ সম্পর্ক ধিরে ধিরে  প্রেমের দিকে গড়াতে থাকে।  এভাবে চলতে থাকে ৬ বছর, আনিচ হোসেন,  কোভিডের মধ্যে দেশে আসে কিন্তু ভিসা জটিলতার কারণে  মালেশিয়া ফিরে যেতে পারে নান। কিন্তু তাদের সব সময়  ফোনে যোগাযোগ ও কথা চলতো,  ২০২৩ সালের শেষ  দিকে আবাও আনিচ হোসেন  মালেশিয়া ফিরে  যায়, এবং  চিতি হাসনা কে বিয়ে করবে এভেবে কিন্তু আইনের জটিলতা কারণে , ও দেশের রাজনৈতিক  অবস্থার জন্য  সকল পেপারস সংগ্রহ করতে  পারেন না, আনিচ হোসেন, তবে থেমে থাকেনি চিতি হাসনা, সে তার মনের মানুষ কে হারতে দিবে না, সকল বাঁধা উপেক্ষা করে  গত ৩/১/২৫ ইং বাংলাদেশের একটি চিতি হাসনা  বাংলাদেশর এয়ার লাইন্সে বিমানে হরযত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দরে রাত ১১ টার সময় তার মাকে নিয়ে বাংলাদেশ নামেন তার পিতার নাম ডারকি মোহসিন,  চিতি হাসনা বলেন আনিচের পরিবার অনেক ভালো  এবং  এখানে এসে আমার  ভালো লাগছে।  আনিচ হোসেন  বলেন আমরা  আগামী ৫/১/২৪ রবিবার  নাটোর কোটে গিয়ে, কোর্ট ম্যারেজ করবো,  সবাই  আমাদের দুইজনের দাম্পত্য জীবনে যেন আমার   সুখী হতে পারি সবাই দোয়া করবেন।