সানন্দবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার মালামাল পুড়ে ছাই

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫
মোঃরিয়াদ হাসান হৃদয়।। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ভয়াবহ আগুনে বকুল মেশিনারিজের দোকান পুড়ে গেছে। জানা গেছে, রবিবার  (আনুমানিক দুপুর  আড়াইটায়) সানন্দবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বকুল মেশিনারিজ, বকুল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের দিকে আগুন লেগে দ্বিতীয় তলা পর্যন্ত উঠে যায়। আগুন মুহূর্তেই প্রথমতলা ও দ্বিতীয় তলার কয়েকটি ইউনিটে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে রাজিবপুর  ফায়ার সার্ভিসের স্টেশনের ১৷ টি ইউনিট দীর্ঘক্ষণ আগুন নেভাতে পরিশ্রম করে,  পরে আগুন নিয়ন্ত্রণে আসে।   এতে নগদ টাকাসহ আনুমানিক কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা ধারণা করেছে। ব্যবসায়ী বকুল মিয়া  অভিযোগ করে বলেন, ‘আগুন লাগার পর পল্লী বিদ্যুৎ-কে বারবার কল করা হলেও তারা সময়মতো বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করেনি। তারা যথাসময়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করলে ক্ষয়-ক্ষতির পরিমাণ কমানো যেত। রাজিবপুর  ফায়ার সার্ভিসের অফিসার আজহারুল ইসলাম জানান, বিদ্যুৎ সংযোগ থাকায় তাদের কাজ শুরু করতে সময় লেগেছে।দীর্ঘক্ষণ ফায়ার সার্ভিসের চেষ্টার পর বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হলে তারা কাজ শুরু করেন। তবে, আগুনের সূত্রপাত উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।