হাইওয়ে পুলিশের উদ্যোগে ভাঙ্গায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

মোঃ রিপন শেখ ।। নিরাপদ মহা সড়ক, চুরি ডাকাতি ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে  ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারির) সকাল সাড়ে ১১ টার সময় ভাঙ্গা হাইওয়ে থানা প্রাঙ্গনে এই ওপেন হাউজ ডে পালিত হয়।এসময় বক্তারা নিরাপদ মহাসড়ক, চুরি ডাকাতি ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন।পরবর্তী আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনার সাপেক্ষে সমাধানের আশ্বাস দেন পুলিশের কর্মকর্তারা। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান এর সভাপতিত্বে ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ফরিদপুর (সার্কেল) মো. মারুফ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা হাইওয়ের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হাবিবুর রহমান মুন্সী, বাস মালিক সমিতির সদস্য রইস উদ্দিন তালুকদার, ফরিদপুর বাস মালিক সমিতির সড়ক বিষয়ক সম্পাদক বিকাশ মজুমদার সহ বাস ট্রাক প্রাইভেটকার সহ বিভিন্ন যানবাহনের মালিক শ্রমিক বৃন্দ।