এপিএস মতিন খানসহ সাবেক চার ব্যক্তিগত অফিসার খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫
মিজানুর রহমান ।। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন বেগম জিয়ার সাবেক এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খানসহ চার ব্যক্তিগত অফিসার। রবিবার (৫ জানুয়ারি) রাতে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাত্রাকে কেন্দ্র করে তার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউকের নেতৃত্বে এ সাক্ষাৎ করেন তারা। এসময় খালেদা জিয়ার বাসভবনে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ (বীর বিক্রম) ও খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করে এপিএস মতিন খান বলেন, ম্যাডামের চিকিৎসার জন্য বিদেশ যাত্রাকে কেন্দ্র করে আমাদের এই সাক্ষাৎ।এসময় তিনি খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেন এবং তার সুস্থ কামনা করেন। পাশাপাশি সফল চিকিৎসা শেষে তিনি যেন দেশ ফিরে আবার নেতৃত্ব গ্রহণ করতে পারেন, সেই প্রার্থনা এবং সকলের নিকট দোয়া কামনা করেছেন।