মেহেরপুরে বিভিন্ন অঞ্চলে পাখি ভ্যান, সাইকেল, গরু, ছাগলসহ বিভিন্ন জিনিস চুরি ঘটনা ঘটছে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫
মাহাবুল ইসলাম ।। মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আযান  গ্রামে গতকাল রাত আনুমানিক ২,৩০ মিনিটে একদল চোর এসে। আজান গ্রামের আবু সাঈদের  শওন কক্ষ থেকে  একটি মোবাইল ফোন নিয়ে যাই তবে বাড়ির মানুষের উপস্থিতি টের পেয়ে চোর দৌড়ে পালিয়ে যাই।আযান গ্রামের আব্দুল লতিব জানাই তার পাখি ভ্যান প্রতিদিনের ন্যায় চার্জে বসিয়ে আমি ঘুমোচ্ছিলাম হঠাৎ প্রতিবেশীদের ডাকে সাড়া দিয়ে দেখি আমার ভ্যান নায়। প্রতিবেশীরা এসে আমাকে বলে তোমার ভ্যান আজকে চুরি হয়ে যেত। পরে আমি খেয়াল করে দেখি চোর সদস্যরা আমার ঘরে উঠে আমার শার্টের পকেটে চাবির সন্ধান করে চাবি না পাওয়ায় আমার ভ্যান নিয়ে পালানোর চেষ্টা করে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় ভ্যান ফেরত পায়। পার্শ্ববর্তী গ্রাম যুগিন্দা থেকে একটি সাইকেল নিয়ে চোর চক্র-দলের সদস্যরা সরে যায়। তবে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায় এই অঞ্চলে কয়েকদিন যাবত চোরের আনাগোনার উপস্থিতি টের  পাওয়া যাচ্ছে প্রতিটা বাড়িতে তারা প্রবেশ করছে। আমারা প্রতিনিয়ত ভয় নিয়ে রাত্রি যাপন করতে হয়। না জানি কখন গোয়াল ঘর থেকে গরু নিয়ে যায় বা ছাগলটা নিয়ে যায়, আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই অঞ্চলে টহল পুলিশের ব্যবস্থা করুন আমারা জানমালের নিরাপত্তা হীনতায় ভুগছি।