শীতার্তদের জন্য কম্বল বিতরণ খেলাঘর মৌলভীবাজার জেলার মানবিক উদ্যোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫ এস. এম আবু রায়হান।। শীতের প্রকোপে যখন দরিদ্র ও অসহায় মানুষজনের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, তখন তাদের পাশে দাঁড়িয়েছে খেলাঘর, মৌলভীবাজার জেলা আজ ৬ জানুয়ারি ২০২৫, মৌলভীবাজারের পতনঊষা এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি। এই উদ্যোগের মাধ্যমে খেলাঘরের সদস্যরা শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুসংগঠিত, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। উদ্বোধনী বক্তব্যে মানবিকতার আহ্বান কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে খেলাঘরের জেলা সভাপতি বলেন, “মানবতার ডাকে সাড়া দিয়ে আমরা প্রতিবছর শীতার্তদের সহায়তায় কাজ করে আসছি। এই উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করছি শীতের কষ্ট কিছুটা লাঘব করতে। আমাদের এই কার্যক্রম কেবল শীতার্তদের সহায়তায় নয়, বরং তাদের প্রতি সহমর্মিতার প্রকাশ। সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য, জেলা সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন এই উদ্যোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, শীতের তীব্রতায় অনেক দরিদ্র পরিবার অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। আমরা তাদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে চেষ্টা করছি। তবে এটি সম্ভব হয়েছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার মাধ্যমে।তাদের আন্তরিক সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ। তরুণদের সক্রিয় অংশগ্রহণ এই কার্যক্রমে খেলাঘরের একদল তরুণ স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা বিতরণ প্রক্রিয়া পরিচালনা, কম্বল বহন এবং সুবিধাভোগীদের সারিবদ্ধভাবে উপস্থাপন করার কাজে সহযোগিতা করেন। তাদের আন্তরিক প্রচেষ্টায় পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। স্বেচ্ছাসেবকদের একজন জানান, “শীতার্ত মানুষের জন্য কাজ করতে পারা আমাদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা। তাদের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার।” স্থানীয়দের সহযোগিতার মাধ্যমে এমন মানবিক কার্যক্রমের সফল বাস্তবায়ন সম্ভব হয়েছে। এক সুবিধাভোগী বয়স্ক ব্যক্তি আবেগাপ্লুত কণ্ঠে বলেন,“আমাদের মতো দরিদ্র মানুষদের কথা কেউ ভাবে না। খেলাঘর আমাদের পাশে দাঁড়িয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ। এ ধরনের উদ্যোগ আমাদের জীবনে একটু উষ্ণতার ছোঁয়া নিয়ে এসেছে।”আরেক নারী সুবিধাভোগী বলেন, “আমরা অনেক কষ্টে দিন কাটাচ্ছি। এই কম্বলগুলো আমাদের অনেক উপকারে আসবে। আমরা খেলাঘরের কাছে কৃতজ্ঞ।”মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত খেলাঘর, মৌলভীবাজার জেলা এ ধরনের মানবিক কার্যক্রম প্রতি বছর পরিচালনা করে থাকে।সংগঠনটির নেতারা জানান, ভবিষ্যতেও তারা শীতার্ত ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন। খেলাঘরের এই উদ্যোগ নিঃসন্দেহে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের কাজ শুধু শীতার্ত মানুষের জীবনকে কিছুটা স্বস্তি এনে দেয় না, বরং সমাজে এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এমন উদ্যোগ আরও সম্প্রসারিত হবে এবং অন্যান্য সংগঠনও এর অনুপ্রেরণায় শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসবে। SHARES সারা বাংলা বিষয়: