অবৈধ উপায়ে ট্যাংরা মাছবিক্রির সময় জব্দ করেছে মনপুরা মৎস বিভাগ। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫ মো.মহিব্বুল্যাহ (ইলিয়াছ)। । ভোলার মনপুরায় বাজারে বিক্রির সময় মেঘনা নদী থেকে অবৈধ উপায়ে ধরা এক ঝুড়ি ট্যাংররা মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। মঙ্গলবার দুপুর দেড় টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের স্বপচূড়া মোড়ে বসে বিক্রির সময় এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ট্যাংরা মাছ স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরন করা হয়। মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, ছোট মাছ নিধন রোধ ও অবৈধ জাল ব্যবহার বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।তারই ধারাবাহিকতায় বাজারে বিক্রির সময় মেঘনা নদী থেকে অবৈধ উপায়ে ধরা অন্তত ৩০ কেজি ছোট ট্যাংরা মাছ জব্দ করি আমরা। আগামি দিনগুলোতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাছ বিতরনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন, মনপুরা প্রেসক্লাব সাধারন সম্পাদক সীমান্ত হেলাল, মেরিন ফিসারিজ প্রকল্প কর্মকর্তা প্রকাশ চন্দ্র দাস, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মোঃ মনির হোসেন প্রমূখ। SHARES সারা বাংলা বিষয়: