বাংলাদেশ শিল্পকলা আয়োজিত ৩ দিন ব্যাপী লোকনাট্য সমারোহ নাট্যকলা ও চলচ্চিত্র উৎসব শেষ হলো

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

শেখ ফরিদ আহমেদ ।। গোপালগঞ্জ পৌরপার্কে উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে জেলা শিল্পকলা একাডেমী গোপালগঞ্জের তত্বাবধানে ও পরিচালনায় বাংলাদেশ শিল্পকলা ৩ দিন ব্যাপী ‘লোকনাট্য সমারোহ’ নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত  উৎসবের সমাপনী অনুষ্ঠান ৮ জানুয়ারি শেষ হলো। উৎসবটি আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত ৬ জানুয়ারি হতে । গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এই উৎসবের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ কামারুজ্জামান ও বিশেষ অতিথি পুলিশ সুপার মুহাম্মদ মিজানুর রহমান। ৩ দিন ব্যাপী উৎসবে প্রতিদিন বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আকর্ষণ তন্মধ্যে উল্লেখযোগ্য নীল গান, সং গান, অষ্টম গান, হলোই গান, কবি গান ইত্যাদি উপস্থাপিত হয়, জেলা ব্যাপী সকল শিল্পীগনের পরিবেশনায়  প্রতিদিন হাজার হাজার দর্শক শ্রোতা এই উৎসবে যোগ দেয় । বাংলাদেশের জনপ্রিয় ঐতিহ্যবাহী এ সকল সাংস্কৃতি বাংলার আদি শেকড়ের জাতি সত্ত্বার বহিঃপ্রকাশ এবং চির জনপ্রিয়। বিলুপ্ত প্রায় এই শিল্প সাংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে দর্শক শ্রোতাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় এবং এই শিল্পের সংগে জড়িত শিল্পীদের অনুপ্রাণিত করতে প্রায়শ অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানান হয় ।