ভাওয়ালগড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ, লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫
কামাল হোসেন।। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাওয়াল গড় ইউনিয়ন এর উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার থেকে ভবানীপুর পর্যন্ত ৮ জানুয়ারি (বুধবার) সন্ধা ৭ টায় গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। ১০ জানুয়ারি (শুক্রবার) ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার উদ্যোগে কর্মী সম্মেলন সফল করার লক্ষে ভাওয়াল গড় ইউনিয়ন শাখা বাঘের বাজার, মেম্বার বাড়ি এবং ভবানীপুর এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। মিছিল এবং লিফলেট বিতরণে অংশ গ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর সদর উপজেলার আমীর মোঃ আলা উদ্দিন, ভাওয়ালগড় ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আঃ আজিজ, ভাওয়ালগড় ইউনিয়ন পেশাজীবি সভাপতি মোঃ মহসিন আলী,ভাওয়ালগড় ইউনিয়ন সমাজ কল্যাণ সভাপতি মোঃ নজরুল ইসলাম,ভাওয়ালগড় ইউনিয়ন যুব বিভাগ এর সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, ভাওয়ালগড় ইউনিয়ন পেশাজীবি সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রসিদ মোল্লা, ভাওয়ালগড় ইউনিয়ন কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম, ভাওয়ালগড় ইউনিয়ন ১ওয়ার্ড সভাপতি সিদ্দিকুর রহমান আকন্দ, ভাওয়াল গড় ইউনিয়ন ২ নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিজুল হক সহ ভাওয়ালগড় ইউনিয়নে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।