গাজীপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫ কামাল হোসেন।। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আমরা গত ১৭ বছর ধরে আইয়ামে জাহিলিয়ার যুগে বাস করেছি। বিগত আওয়ামী লীগ সরকার হত্যা, নির্যাতন এবং জুলুমের মতো নৃশংস কাজ চালিয়েছে। দুর্নীতির মাধ্যমে টাকা পাচার, গুম-খুন, এবং নিরপরাধ মানুষদের মিথ্যা অভিযোগ সাজিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। শেখ হাসিনা মনে করেছিলেন, তার মৃত্যু ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু আল্লাহর বিচার রান্না করা বাতও খেতে পারিনি। অপমানজনকভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন সরকার পতনের ঘটনা কেউ দেখেনি। তিনি শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গাজীপুর জেলার সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল আলেম ওলামাদের ফাঁসি দেওয়ার জন্য। আল্লাহর কি নির্মম পরিহাস সেই ট্রাইব্যুনালই এখন শেখ হাসিনার ফাঁসির অপেক্ষায়। এ সময় তিনি ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করে তাদের জন্য দোয়া করেন এবং তাদেরকে বিজয়ের গর্বিত অংশীদার হিসেবে অভিহিত করেন। তিনি আর বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আবার ঘুরে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ, দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত তার কাজ চালিয়ে যাবে। জামায়াতের গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফারুকী, এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী। এছাড়াও জেলা ও উপজেলার নেতৃস্থানীয় নেতারা বক্তব্য দেন। SHARES সারা বাংলা বিষয়: